30 C
Dhaka
বুধবার, ১ মে ২০২৪, | সময় ৬:২০ পূর্বাহ্ণ

কলাপাড়া-মহিপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ॥

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ

কলাপাড়া ও মহিপুরে যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ, কলাপাড়া উপজেলা প্রশাসন, কলাপাড়া থানা পুলিশ, কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজ, কলাপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড, সকালে কলাপাড়া উপজেলা বিএনপি, মানিকমালা খেলাঘর আসর-কলাপাড়া শাখা, কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড শাখা, খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, অপর দিকে মহিপুর থানা পুলিশ, মহিপুর প্রেসক্লাব, মহিপুর সদর ইনিয়ান আওয়ামীলীগ, থনা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিপুর ইউনিয়ন পরিষদ, মহিপুর থানা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন স্থানীয় শিশুপার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। সোমবার বিকেলে বিভিন্ন সংগঠনের উদ্্েযগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুস্পস্তবক অর্পনে এসময় কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার, পটুয়াখালী-৪, কলাপাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীূদুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদার, সহ-সভাপতি ড. শহীদুল ইসলাম বিশ্বাস, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ ফাতমা আক্তার রেখা, সরকারী এমবি কলেজের অধ্যক্ষ আ: সালাম, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মঞ্জুরুল আলম, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক মো: ফরিদ উদ্দিন বিপু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, কলাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী হুমায়ুন সিকদার, সদস্য সচিব এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির আহ্বায়ক গাজী মো: ফারুক, সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সী, মানিকমালা খেলাঘর আসরের সদস্য কমরেড নাসির তালুকদার, সাবেক প্রধান শিক্ষক মো: আবুল হোসেন, মাইনুাদ্দন আহমেদ, হেমায়েত ইদ্দিন লিটন, মো: তায়েফ মাইনুদ্দিন তোহা, প্রধান শিক্ষক শাহ সুজাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকালে সকলের অংশ গ্রহনে মহিপুর থানা সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের পক্ষ হতে এক প্রভাতফেরি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক আকন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার, সহ-সভাপতি ডা: খলিলুর রহমান, আবু সালেহ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ডা: রুহুল আমিন দুলাল, মহিপুর প্রেসক্লাবের সভাপতি ও থানা যুবলীগ নেতা মনিরুল ইসলাম, মহিপুুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও থানা যুবলীগ সদস্য নাসির উদ্দিন, থানা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক মাসুদ রানা, মহিপুর সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদৌস হাওলাদার হাওলাদার, যুগ্ন-আহবায়ক শাহরিয়ার সুমন, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদৌস হাওলাদার, যুগ্ম-আহবায়ক মনির হাওলাদার, মহিপুর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সাধারণ সম্পাদক রুবেল হাসানসহ আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছারাও মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ভাষা দিবসের গান পরিবেশন, প্রামান্য চিত্র প্রদর্শন, ধর্মীয় প্রতিষ্ঠান সমুহে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-প্রার্থনার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন...

সন্দ্বীপ এ্যাসোসিয়েশন চট্টগ্রাম কর্তৃক ১২ শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন সম্পন্ন

Al Mamun Sun

কলাপাড়ায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের উদ্যোগে প্রদর্শনী মেলা অনুষ্ঠিত ॥

Al Mamun Sun

মনোয়ননপত্র জমা দেওয়ার দিন মারা গেলেন চেয়ারম্যান প্রার্থী

Al Mamun Sun
bn Bengali
X