অনলাইন নিউজ ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ৯৯০ জন। এ সময় নতুন করে শনাক্ত আরও ১৫৯৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা নমুনা পরীক্ষা করা হয় ২৩ হাজার ৫৪৭ টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ। এ সময় নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৫৭ জন।এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন।
উল্লেখ্য,দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের দশ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।