38 C
Dhaka
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, | সময় ৯:৩৩ অপরাহ্ণ

নড়াইলের নবগঙ্গা নদীতে পুলিশের ঝাটকা অভিযান ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুঁড়িয়ে ধ্বংস!!

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের নবগঙ্গা নদীতে পুলিশের ঝাটকাঅভিযান ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুঁড়িয়ে ধ্বংস। নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ীর কম্বিং অপারেশনে জব্দকৃত অবৈধ কারেন্ট ও চরপাটা জাল পুঁড়িয়ে ধ্বংস করেছে পুলিশ। ঝাটকা নিধন রোধে ১৬ থেকে ২২ফেব্রুয়ারী এ কম্বিং অপারেশন পরিচালিত হয়। এর আগে বিগত ১৭ ফেব্রুয়ারীর অভিযানে বড়দিয়া নৌ পুলিশ ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও কয়েকটি বেউদি জাল পুঁড়িয়ে ধ্বংস করেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রেুয়ারী)  কম্বিং অপারেশনের শেষ দিনে উপজেলার নবগঙ্গা নদীতে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অভিযানে ৫ টি কারেন্ট ও ৪ টি বেইদি জাল জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ীর এস আই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কালিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুঁড়িয়ে ধ্বংস করে। এ বিষয়ে বড়দিয়া নৌ পুলিশের এস আই আসাদুজ্জামান বলেন, অবৈধ জাল জব্দ করে বিষয়টি ইউএনও কালিয়াকে অবহিত করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল রেখে পালিয়ে যাওয়ায় তাদের আকট করা সম্ভব হয়নি। ভবিষ্যতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে উপজেলা মৎস অফিসার মো. আবু রায়হান বলেন, নদীতে কারেন্টজাল, পাটা জাল, কাথাজাল, বেউদিজালসহ কোন প্রকার জাল দিয়ে রেনু পোনা ও ঝাটকা নিধন চলবেনা। এই জালগুলে মাছের রেনু অর্থাৎ ডিমগুলো নষ্ট করে দেয়, এই ধরনের জাল ব্যবহার করে যাতে কেউ দেশের মৎস পোনার ক্ষতি করতে না পারে, ডিমগুলো বেঁচে থাকে এবং মাছের উৎপাদন বাড়ে সেই জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন...

ঠাকুরগাঁওয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঘর পেল ১১ অসহায় পরিবার

Al Mamun Sun

ভোলা চরফ্যাশন উপজেলা পুস্তক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত।

Al Mamun Sun

বিএনপির সমাবেশে যোগদান করায় হামলা ও বাড়ি ভাংচুরের অভিযোগ

Al Mamun Sun
bn Bengali
X