ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে সোহরাব আলী (৩৯) নামের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা গেছেন।
২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহরাব আলী উপজেলার ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের মৃত মশির উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রেলওয়ের স্টেশন মাস্টার আকতারুজ্জামান আক্তার।
তিনি জানান, ঢাকা থেকে পঞ্চগর গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি মাদারগঞ্জ এসে পৌঁছালে সেখানে কাঁটা পড়েন সোহরাব। নিহতের পরিবারের লোকজন মানসিক ভারসাম্যহীন সোহরাবের বিষয়টি নিশ্চিত করেন। সেই সাথে আইন গত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান।