27 C
Dhaka
রবিবার, ২৬ মার্চ ২০২৩, | সময় ১:১০ পূর্বাহ্ণ

ঝিনাইদহে ঝড় ও শীলা বৃষ্টিতে ফসলের ক্ষতি

আতিকুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে বিকাল থেকে হঠাৎ ঝড় শীলা বৃষ্টি   ঘণ্টা ব্যাপী  বৃষ্টিপাতে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গম  কলাবাগান ও আমের মুকুলের ।  সদর উপজেলার শহরের পাশ্ববর্তী  কয়েকটি গ্রাম ঘুরে দেখাগেছে  মাটিতে নুয়ে পড়েছে গম, ভেঙে গেছে বাগানের কলাগাছ আমের মুকুল  । অনেক খেতের ভুট্টাগাছও ভেঙে পড়েছে। কোনো কোনো স্থানে পানের বরজের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে।বৃষ্টিতে  ফুলকপি, শিমসহ অন্যান্য ফসলেরও ক্ষতির শঙ্কা করছেন কৃষকেরা। তবে কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি কৃষি বিভাগ।সদর উপজেলার বংকিরা গ্রামের কৃষক আজমুল বিশ্বাস, বাবুল বিশ্বাস  জানান, দুই বিঘা জমিতে ভুট্টা ছিল। বিকালের ঝড়ে খেতের এক-তৃতীয়াংশ গাছ মাটিতে পড়ে গেছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম বলেন, ‘বৃষ্টি বা ঝড় ক্ষণস্থায়ী হওয়ায় ফসলের তেমন কোনো ক্ষতি হবে না। কৃষক যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে এখান থেকেও ভালো ফলন পাবেন।

আরও পড়ুন...

বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চে আগুন নিহত ৩০ আহত ৭২

Al Mamun Sun

ফরিদগঞ্জের ১৩ টি ইউনিয়নে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

Al Mamun Sun

সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ সভাপতি রাজুর শোকসভা অনুষ্ঠিত

Al Mamun Sun
bn Bengali
X