34 C
Dhaka
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, | সময় ১:৫৫ অপরাহ্ণ

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীতে সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা

অহিদুর রহমান মানিক,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:  

১ মার্চ রোজ মঙ্গলবার থেকে ৩০‌ এপ্রিল পর্যন্ত টানা দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। জেলা মৎস্য অফিস গতকাল রোববার এই তথ্য জানানো হয়।জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞার সময় প্রতি জেলে ৮০ কেজি ভিজিএফের চাল পাবেন। জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় , লক্ষ্মীপুর জেলায় ৫২ হাজার জেলে রয়েছে। এদের মধ্যে নিবন্ধিত জেলে ৪৩ হাজার। তাঁরা সবাই মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।এ সময় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার চাঁদপুরের ষাটনল পর্যন্ত এক শ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ , আহরণ , পরিবহন , বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া বরফ কলগুলো বন্ধ থাকবে। জেলেদের সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ সব ধরনের প্রচার অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞার সময় মার্চ – এপ্রিল দুই মাস প্রতি জেলেকে ৮০ কেজি হারে খাদ্য সরবরাহ করা হবে । 
জেলেরা জানান , জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদনের লক্ষ্য অর্জনে সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে , তা মেনে তাঁরা নদীতে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন । কিন্তু জেলেদের পুনর্বাসন করার কথা থাকলেও সেটা এখন পর্যন্ত হয়নি। যে পরিমাণ জেলে রয়েছে , পরিমাণ সরকারি খাদ্যসহায়তা দেওয়া হয় না বলে অভিযোগ করেন জেলেরা।নিষেধজ্ঞার সময় জেলেদের জন্য বরাদ্দ চাল বণ্টনে যেন কোনো অনিয়ম না হয় , তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা। মৎস্য কর্মকর্তা মো . আমিনুল ইসলাম জানান , নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে মৎস্য বিভাগ , উপজেলা – জেলা প্রশাসন , পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে জেল – জরিমানার বিধান রাখা হয়েছে । এরপরও যারা আইন অমান্য করে নদীতে যাবে , তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন কয়েক গুণ বেড়েছে। এবারও অভিযান সফল হলে অধিক পরিমাণ ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এদিকে লক্ষ্মীপুর -২ আসনের সাংসদ অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন , জেলেদের পুনর্বাসন করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। যেন প্রতিটি জেলে পরিবার সরকারি বরাদ্দ থেকে বঞ্চিত না হয় , সেদিকে নজর রয়েছে। পাশাপাশি এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান তিনি ।

আরও পড়ুন...

মোংলায় মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত

Al Mamun Sun

কোম্পানীগঞ্জে ১৯ ঘন্টা পর নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Al Mamun Sun

ফুলপুরে বাবার মরদেহ দেখে ছেলের মৃত্যু।

Al Mamun Sun
bn Bengali
X