প্রদীপ কুমার দেবনাথ, জেলা প্রতিনিধি (নরসিংদী)।
চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে এ সময়ের সাড়া জাগানো ব্যস্ততম বহুমুখী প্রতিভাবান প্রযোজক, গীতিকার, স্ক্রিপ্ট রাইটার ও সৃজনশীল সাহিত্যকর্ম প্রণেতা জসীমউদ্দিন আকাশের প্রযোজনায় চিত্রনায়িকা কেয়া ও জামশেদ ইসলাম জুটির প্রথম সিনেমা ‘কথা দিলাম’। চলচ্চিত্রটির নির্মাতা রকিবুল আলম রাকিব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন ‘আলহামদুলিল্লাহ, আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে আমার নতুন সিনেমা ‘কথা দিলাম’। তিনি বলেন ‘জসীম উদ্দিন আকাশ ভাই ‘কথা দিলাম’ সিনেমাটা প্রযোজনা করছেন এবং এই সিনেমার গল্প ও সবগুলো গান লিখেছেন। আশা করছি ‘কথা দিলাম’ সিনেমার মাধ্যমে দর্শক নতুন করে চিত্রনায়িকা কেয়াকে দেখতে পারবেন।’ ‘কথা দিলাম’ সিনেমাতে চিত্রনায়িকা কেয়া ও জামশেদ ইসলাম ছাড়াও অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালক করছেন পরাগ বিশ্বাস, এস এই টুটল, আকাশ মাহামুদ, রোহান রাজ। ‘কথা দিলাম’ সিনেমাতে গান গেয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও এবং ভারতীয় শিল্পী হৈমন্তি করসিত দাস।
এই ছবির প্রযোজক, গল্পকার, সবগুলো গানের গীতিকার জসীমউদ্দিন আকাশ বলেন, বাস্তবতার নিরিখে সমাজ ও দেশের প্রয়োজনে সৃজনশীল কাজগুলো করে যাচ্ছি। আশা করছি মানুষ সাংস্কৃতিক ক্ষুধা নিবারণের একটা ভালো সুযোগ পাবে। আমি কৃতজ্ঞ যে কোনরকম কর্তণ ছাড়াই ছবিটি রিলিজ হয়েছে। বাংলাদেশের সকল দর্শক শ্রোতাদের কাছে মিনতি রইল আপনারা ‘কথা দিলাম’ ছবিটি একবার হলেও দেখুন। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এ ছবিটির প্রতিটি গান আমার লিখা যা বাস্তবসম্মত ও উপভোগ্য।