32 C
Dhaka
শনিবার, ২৫ জুন ২০২২, | সময় ৪:০৪ অপরাহ্ণ

কুটনি মহিলা

কেয়া খন্দকার,

নূরজান বানু মিছে কথায়

তুলনা নেই তার,

কূটনামিও ভালোই জানে

জুড়ি মেলা ভার।

 খতিয়ে দেখলে যাবে দেখা

ছ্যাচড়া মস্ত বড়,

উপকার করলে মনে মনে বল

আমি বাঁচি তুমি মর!
নূরজান রনি কুটনা কুটনি

মিচকে বেয়াদব ছ্যাচড়া,

পিতাকে বলে বুড়া বেটা

কুশিক্ষা অভদ্রতাই ভরা।


মুখে ভালো অন্তরে শয়তান

নূরজান রনিকে দেখতে যদি চাও?

কুষ্টিয়া মিরপুর মেয়রপাড়ায়

তোমরা দেখে যাও।

জাত ফকিন্নি অথচ দেখায় ভাব

ধনী বড়লোক,

আসলেই সে মস্ত বড়

ইতর ছোটলোক। 

আরও পড়ুন...

কবিতা বন্দনা শুধু প্রভুর — মোঃ আছহাব উদ্দিন চৌং।                               

Staff correspondent

রুদ্র অয়ন এর কবিতা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ

Al Mamun Sun

শেষ থেকে শুরু

Al Mamun Sun
bn Bengali
X