33 C
Dhaka
শনিবার, ২৫ জুন ২০২২, | সময় ৫:৪১ অপরাহ্ণ

জবিতে বন্যার্তদের জন্য কর্নসার্ট ফর সিলেট বৃহস্পতিবার

জবি প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবিতে) সিলেটের বিভাগীয় জেলাগুলোতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় ‘কনসার্ট ফর সিলেট’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। 
আগামী (বৃহস্পতিবার) ২৩জুন, বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে শান্ত চত্বরে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ পরিবেশনা করবে। 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, সিলেট বিভাগীয় জেলাগুলোতে বন্যায় মানবিক বিপর্যয় নেমে এসেছে।আমরা মানবিক সহযোগিতার অংশ হিসাবে এই কনসার্টের মাধ্যমে সংগ্রহকৃত অর্থ বন্যার্ত মানুষের জন্য পাঠাতে চাই। সেই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন।
উল্লেখ্য, সিলেট ও সুনামগঞ্জের বর্ষণ-পাহাড়ি ঢলে বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভাগের প্রধান নদী সুরমা, কুশিয়ারা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের ৬টি ও সুনামগঞ্জের ৬টি মোট ১২টি উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। যার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন...

নোয়াখালীতে সাংবাদিক হত্যার বিচার দাবীতে নোবিপ্রবিসাসের মানববন্ধন

Al Mamun Sun

জবিতে বন্যার্তদের জন্য কর্নসার্ট ফর সিলেট অনুষ্ঠিত

Al Mamun Sun

জবিতে ভর্তির ফল প্রকাশ ১০ ডিসেম্বর

Al Mamun Sun
bn Bengali
X