শীতের আরেক স্বগীয় সৌন্দর্য্য বিরাজ করে সরিষা ক্ষেত| মাঠের পর মাঠ জুড়ে ফুটে থাকা হলুদ সরিষার ফুল যেন বিছিয়ে রাখে হলুদ ফুলের চাদর| আর সেই ফুলকলিদের উপর উড়ে চলা রঙিন প্রজাতি আর মৌমাছিদের মেলা…!
ছবিটি তোলা নরসিংদী জেলা বেলাব উপজেলা ভাওয়ালের চর গ্রাম থেকে।
ছবিটি তোলেন সাংবাদিক মো: রফিকুল ইসলাম, বিডি সময়ের নিউজ