21 C
Dhaka
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, | সময় ২:৩৯ পূর্বাহ্ণ

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন নোবিপ্রবির ৭৯ শিক্ষার্থী

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি প্রতিনিধি :
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি) ১১টি বিভাগের  ৭৯ জন শিক্ষার্থী।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান- এই তিন ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩২০০ জন শিক্ষার্থী। উল্লিখিত শিক্ষার্থীদের মধ্যে ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে মোট ৭৭৮ শিক্ষার্থীর মধ্যে নোবিপ্রবির ২৪ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১৭৮২ শিক্ষার্থীর মধ্যে নোবিপ্রবির ১৭জন এবং জীব ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ৫৯২ শিক্ষার্থীর মধ্যে নোবিপ্রবির ৩৮  শিক্ষার্থী এ ফেলোশিপ পেলেন।
ফেলোশিপ পাওয়া নোবিপ্রবির শিক্ষার্থীরা তাদের গবেষণা প্রকল্পের জন্য ৫৪ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন।
উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।

আরও পড়ুন...

বশেমুরবিপ্রবিতে ইটিই বিভাগকে ইইই বিভাগে রূপান্তরের দাবিতে মানববন্ধন

Al Mamun Sun

বশেমুরবিপ্রবি তে শিক্ষার্থীদের মানববন্ধন।

Al Mamun Sun

দিল্লিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের  মানববন্ধন  

Staff correspondent
bn Bengali
X