28 C
Dhaka
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০, | সময় ৬:৩৯ পূর্বাহ্ণ

মঙ্গল গ্রহের চারপাশে এক আশ্চর্য সবুজ বলয়।

অদ্ভুত ছবি তুলল মহাকাশযান। পৃথিবীতে পাঠানো সেই ছবিতে দেখা গেল মঙ্গল গ্রহের চারপাশে এক আশ্চর্য সবুজ বলয়।

সোমবার (১৫ জুন) নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত একটি ছবিতে এই দৃশ্যই দেখা গিয়েছে। ছবিটি তুলেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার।

ওই স্পেস এজেন্সি থেকে জানানো হয়েছে অক্সিজেনের সন্ধান মিলেছে মঙ্গল গ্রহে। সেখান থেকে এই সবুজ আভা উৎপন্ন হচ্ছে। মঙ্গল গ্রহের আবহাওয়ায় মিলেছে অক্সিজেন, এই তথ্য জানার পরেই সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে।

নিউ ইয়র্ক পোস্ট জানাচ্ছে, সূর্ষের রশ্মি পেয়ে অক্সিজেনের অণুগুলি শক্তি সংগ্রহ করে। সেই শক্তি নির্গত হওয়ার সময়ে গ্রহের চারপাশে একটা সবুজ আভা তৈরি করে।

এই প্রথম লাল গ্রহ মঙ্গলের চারপাশে এরকম সবুজ আভা দেখা গেল। পৃথিবী ছাড়াও অন্য কোনও গ্রহে অক্সিজেনের উপস্থিতি ও তার কারণে তৈরি হওয়া সবুজ আভার সন্ধান পেয়ে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।

সূত্রের খবর, এই অক্সিজেনের উপস্থিতি মঙ্গল গ্রহে ৪০ বছর ধরে রয়েছে। সবুজ আভা আগে কেন দেখা যায়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতা২৪

আরও পড়ুন...

লন্ডনে আজানের সময় মুয়াজ্জিনের গলায় ছুরিকাঘাত

Staff correspondent

কিউবাতে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য

Staff correspondent

মুরগি বলে খাওয়ানো হলো কাকের মাংস!

Staff correspondent
bn Bengali
X