28 C
Dhaka
শনিবার, ১৭ অক্টোবর ২০২০, | সময় ৭:২৩ পূর্বাহ্ণ

নরসিংদী জেলা পোড়াদিয়া ঐতিহ্যবাহী কাঁঠাল বাজার।

ঐতিহ্যবাহী পোড়াদিয়া কাঁঠাল বাজার। বাজারে বিক্রির অপেক্ষায় মৌসুমী রসালো ফল কাঁঠাল।

নরসিংদী জেলার সব চেয়ে বড় পাইকারি কাঁঠাল বাজার হিসাবে বিবেচিত পোড়াদিয়া কাঁঠাল বাজার। যেখান থেকে সড়ক ও নদীপথে দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে কাঁঠাল রফতানি হয়ে থাকে।

সব চেয়ে মজার ব্যাপার হলো কাঁঠালের মৌসুমে পোড়াদিয়া কাঁঠাল বাজারে দিন রাত ২৪ ঘন্টাই পাইকারি কাঁঠাল বেচাকেনায় জমজমাট থাকে ফলে কৃষক ও বেপারীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে।

সরকার দেশের অন্যান্য ফলের স্বল্পমূল্যে পরিবহণে প্রণোদনা দিলেও ‘বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালে’র পরিবহন, বিপনন ও বাজারজাত করণে সব ধরনের সুযোগ সুবিধা থেকে অত্র অঞ্চলের মৌসুমী ফল কাঁঠাল চাষীরা দীর্ঘ দিন থেকেই বঞ্চিত।

অথচ সারা বাংলাদেশের মৌসুমী ফলের ৮০ শতাংশ চাহিদাই পূরণ করে থাকে নরসিংদীর রসালো ফল কাঁঠাল।

***কাঁঠালের রাজ্যে সবাইকে স্বাগতম***

আরও পড়ুন...

সরিষার ফুল ক্ষেতে তোলা ছোট মডেল মেহেজাবিন সারা (আনিসা)

Staff correspondent

করোনাভাইরাসের আদ্যোপান্ত

Staff correspondent

হাড় ক্ষয় রোগ প্রতিরোধের উপায় জেনে নিন

Staff correspondent
bn Bengali
X