27 C
Dhaka
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, | সময় ৩:৩৫ পূর্বাহ্ণ

ভোলায় দুইশত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা ॥
ভোলার সদর উপজেলায় ২০০ পিচ ইয়াবাসহ মো.মাহাবুব তালুকদার (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(২৮জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ড ইলিশা জংশন ফেরীঘাটের ২নং পল্টুন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. মাহাবুব তালুকদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার গৌরীপুর ইউনিয়নের তেওয়ারীপুর ২নং ওয়ার্ডের আঃ মন্নান তালুকদারের ছেলে।

ভোলা সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক(এসআই) (নিঃ) রতন কুমার শীল ও এ এস আই (নিঃ) মো. মাইনুল হাসান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১নং ওয়ার্ড ইলিশা জংশন ফেরীঘাটের ২নং পল্টুন এলাকা অভিযান চালিয়ে মো. মাহাবুব তালুকদার নামের এক যুবককে ২০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন...

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Staff correspondent

মির্জাপুরে অগ্নিকান্ডে দুইটি ঘর পুড়ে ছাই

Staff correspondent

ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফুটিয়ে স্বাবলম্বী উলিপুরের রেজা

Staff correspondent
bn Bengali
X