28 C
Dhaka
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০, | সময় ৬:৫৫ পূর্বাহ্ণ

ভারতে করোনা আক্রান্ত ১৫ লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৬৮

অনলাইন ডেস্ক :

ভারতে করোনাভাইরাস কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৫১৩ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে এ কথা বলা হয়েছে।

একদিনে করোনায় মারা গেছেন ৭৬৮ জন। এ নিয়ে ৩৪ হাজার ১৯৩ জনের প্রাণ গেল করোনায়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, গত ১২ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ মানুষ। এখন দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩১ হাজার ৬৬৯ জন।

আক্রান্তের সংখ্যা বাড়লেও ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। এখন পর্যন্ত ৯ লাখ ৮৮ হাজার ২৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে মোট আক্রান্তের প্রায় ৬৪ দশমিক ৫১ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫ হাজার ২৮৬ জন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর করোনা সংক্রমণের বিচারে বিশ্ব তালিকায় তিন নম্বরে আছে ভারতের নাম।

আরও পড়ুন...

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় রেকর্ড আক্রান্ত

Staff correspondent

চীনে করোনায় মৃত ৯০৮, আক্রান্ত ৪০ হাজার

Staff correspondent

মোটরসাইকেলে এসে গাড়িতে বসা ব্যবসায়ীকে গুলি করে হত্যা (ভিডিও)

Staff correspondent
bn Bengali
X