তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইলে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আবদুল্লাহ রবিন ঈশ্বরগঞ্জ উপজেলার বিল খেরুয়া গ্রামের রুহুল আমীনের ছেলে।
প্রতিবেশী মতিউর রহমান জানান, রবিন উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামাটখালী নামাপাড়া গ্রামে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়।
শিশুটি খেলতে গিয়ে পরিবারের অজান্তেই বাড়ির সামনে ফসলি জমির বন্যার পানিতে ডুবে যায়।
অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাজারে পল্লী চিকিৎসকের কাছে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াস কাঞ্চন জানান, রবিন বাবা আসার পর দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।