28 C
Dhaka
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, | সময় ১২:০৪ পূর্বাহ্ণ

হবিগঞ্জে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ: ৩ জন নিহত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরী-আব্দানারায়ন কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের রুহেল মিয়ার স্ত্রী শাহিদা খাতুন (৩৫) এবং ফিরোজ মিয়ার মেয়ে মালেহা খাতুন (৩৫)। তবে অপর নিহত প্রাইভেটকার চালকের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক।
তিনি জানান, গাজীপুর থেকে একটি প্রাইভেট কার সুমানগঞ্জ যাচ্ছিল। শুক্রবার সকালে প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরী আব্দানারায়ন কালিবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মনোহরদী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা তিনজন নিহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে।

আরও পড়ুন...

গাইবান্ধায় কলেজ ছাত্রীর হারানো মোবাইল উদ্ধার

Al Mamun Sun

নড়াইলের পল্লীতে একই পরিবারের ৩-জনকে কুপিয়ে আহত!!

Staff correspondent

কলাপাড়ায় রেশনকার্ডে দু:স্থদের পরিবর্তে স্বচ্ছল পরিবারের সদস্যদের নামের তালিকায় ভরপুর ॥

Staff correspondent
bn Bengali
X