35 C
Dhaka
শনিবার, ৮ আগস্ট ২০২০, | সময় ৬:১৮ অপরাহ্ণ

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ইদ শুভেচ্ছা

বাংলাদেশের জনগণ ও সরকারকে ইদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (৩১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রতিবশী দেশের সরকারপ্রধান।

বার্তায় মোদী বলেন, কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে আমাদের দুই দেশেরই চলমান লড়াইতে আপনাদের সক্ষম নেতৃত্বের অধীনে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করি আমরা। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ এই প্রতিকূল সময় কাটিয়ে উঠবে।

স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধিসহ যে কোনো উপায়ে বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তা করতে ভারত প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নরেন্দ্র মোদী বলেন, ইদুল আজহা ভারতের কিছু অংশেও উদযাপিত হয় এবং এটি আমাদের দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে মনে করিয়ে দেয়।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমরা আশা করি, এই উৎসব আমাদের দুই দেশের সমাজকে শান্তি ও সহিষ্ণুতার চেতনায় সমৃদ্ধ করবে এবং আমাদের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রচার করবে।

এই শুভ উপলক্ষে আমি আপনার এবং সকল বাংলাদেশি ভাই-বোনদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি, লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন...

পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায় সম্পর্কে দর্শকদের কৌশল শেখাচ্ছে ভারতীয় গণমাধ্যম (ভিডিওসহ)

Staff correspondent

বিকিনিতে মাধুরীর অন্তরঙ্গ ছবি ভাইরাল

Staff correspondent

একেবারে কাদামাখা মাঠে, এ কী অবস্থায় সদ্য বিবাহিতা বর-বউ

Staff correspondent
bn Bengali
X