30 C
Dhaka
সোমবার, ২১ জুন ২০২১, | সময় ৮:০৯ অপরাহ্ণ

ময়মনসিংহে পলাতক দুই জেএমবি সদস্য গ্রেফতার।

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহে অভিযান চালিয়ে পলাতক থাকা জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। তাদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
আটককৃতরা হলেন- আনাম আলী (২৪) ও ইউসুফ আলী (৩৫)।

শুক্রবার বিকেল ৫ টায় নগরীর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সন্ধ্যায় র‍্যাব-১৪’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. তফিকুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, তারা নগরের চরপাড়া এলাকায় আত্মগোপন করে আছে এবং গোপনে নাশকতার পরিকল্পনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪’র সদর ব্যাটালিয়নের একটি দল শুক্রবার বিকেল ৫ টায় ওই এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র ওই দুই সদস্যকে গ্রেফতার করে।

আরও পড়ুন...

সন্দ্বীপে যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল ইসলাম নজরুলের পক্ষে শামীমা নজরুলের ঈদ উপহার বিতরন

Staff correspondent

হরিপুরে আওয়ামী লীগ নেতাকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের জেল

Staff correspondent

নড়াইলের জমিদারদের বাধা ঘাটে প্রতীক্ষা শুরু আবার এসো মা

Staff correspondent
bn Bengali
X