26 C
Dhaka
শুক্রবার, ৭ মে ২০২১, | সময় ১০:২২ পূর্বাহ্ণ

করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ২১৯৯

করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর তালিকা দিন দিন বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যুক্ত হয়েছে আরও ২১ জনের নাম। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন তিন হাজার ১৩২ জন।

শনিবার (১ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৭২ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ছয় লাখ ৭০ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি সাত লাখ ১৬ হাজারের বেশি। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

আরও পড়ুন...

সাবেক ডেপুটি স্পীকারের মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রীর শোক

Al Mamun Sun

ভূরুঙ্গামারীতে বিএসএফের গুলিতে যুবক নিহত!

Staff correspondent

প্রিয় জনকে নিয়ে ঢাকার কাছে গোলাপ বাগানে, খরচ ১২০ টাকা।

Ibrahim Khalil
bn Bengali
X