28 C
Dhaka
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, | সময় ৫:৩৪ পূর্বাহ্ণ

দেশে ২৪ ঘণ্টায় ২২ মৃত্যু, শনাক্ত ৮৮৬ ||

দেশে দীর্ঘতর হচ্ছে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর তালিকা। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যুক্ত হয়েছে আরও ২২ জনের নাম। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন তিন হাজার ১৫৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮৬ জন। ৩ হাজার ৬৮৪ টি নুমনা পরীক্ষায় এ তথ্য মিলেছে।

এতে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৫৮৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

রবিবার (২ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ছয় লাখ ৮৮ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ১৩ লাখ ২৬ হাজারের বেশি। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

আরও পড়ুন...

দুর্যোগ সম্পর্কিত তথ্য সেবায় জরুরি হটলাইন নম্বর

Staff correspondent

শেখ হাসিনা–নরেন্দ্র মোদির বৈঠক ডিসেম্বরে

Al Mamun Sun

একটি বাড়ি একটি খামার প্রকল্পে কর্মরত জনবলকে পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ীকরণের দাবি

Staff correspondent
bn Bengali
X