29 C
Dhaka
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০, | সময় ১২:৩৫ পূর্বাহ্ণ

চিটাগং লায়ন্স ফাউন্ডেশন ও লিও জেলা পরিষদের উদ্যােগে ৪৭তম বাংলাদেশ লিও দিবস পালন

মোঃ মামুনুর রশিদ মাহিন – সীতাকুণ্ড(চট্রগ্রাম)সংবাদদাতা :

রবিবার (২৩ আগস্ট ২০)চট্রগ্রাম নগরীর সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) ও চিটাগং লায়ন্স ফাউন্ডেশন(সিএলএফে)লিও জেলা পরিষদ ৩১৫ বি৪ সকল ক্লাবের উদ্যােগে ৪৭তম বাংলাদেশ লিও দিবস পালন করা হয়।

এসময় প্রথম পর্বে সিআরবিতে ২০০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।এবং দ্বিতীয় পর্বে সিএলএফে অতিথিদের সাথে কেক কেটে ৪৭তম বাংলাদেশ লিও দিবস করা হয়।
 উক্ত অনুষ্ঠানে লিও ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিও জাহিদ হাসান আজাদ প্রিমনের সঞ্চালনায় ও লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও এইচ.এম. হাকিমের সভাপতিত্বে অত্র আয়োজনে প্রধান অতিথি সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী,ক্যাবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল,ক্যাবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন, লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন এ.কে.এম. নবীউল হক সুমন, জোন চেয়ারপার্সন লায়ন শায়েলা আবেদীন, লিও ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট লিও জয় চক্রবর্তী, লিও ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও ইরফান মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি লিও মোঃ শহিদুল্লাহ, অন্যান্য লিও নেতৃবৃন্দ ও সকল ক্লাব প্রেসিডেন্ট বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জ্বর-শ্বাসকষ্টে নিয়ে চেয়ারম্যানের মৃত্যু।

Staff correspondent

কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সমগ্রী বিতরন

Staff correspondent

ভোলায় আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

Staff correspondent
bn Bengali
X