27 C
Dhaka
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০, | সময় ৫:২৩ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ার সিওলে আবারো স্কুল বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক :

দক্ষিণ কোরিয়ায় আবারো করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিওল অঞ্চলের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়।

এর আগে দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণ কমে যাওয়ায় বেশিরভাগ স্কুল চালু করা হয়েছিলো।

প্রতিবেদনে বলা হয়, গত দুই সপ্তাহ ধরে সিওলে প্রায় ২০০ কর্মী এবং শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন।

দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১১ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে।

এদিকে স্বাস্থ্য কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে যে, দেশটি করোনা প্রকোপের দ্বারপ্রান্তে রয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় ৩১০ জন মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৯৪৫ জন।

মহামারিকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতিকে সাফল্যের গল্প হিসেবে দেখা হয়েছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটিতে সংক্রমণ আবারো বেড়েছে।

আরও পড়ুন...

দ্বিতীয় দফা করোনায় অস্ট্রেলিয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

Staff correspondent

ইন্দোনেশিয়ান শিশুরা নিজেদের তৈরি বাইকে চড়ছে

Staff correspondent

রাষ্ট্রীয় মর্যাদায় প্রণব মুখার্জিকে শেষ বিদায়

Al Mamun Sun
bn Bengali
X