33.3 C
Dhaka
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০, | সময় ৭:৫৮ অপরাহ্ণ

দেবের বাড়িতে করোনার হানা

ভারতের পশ্চিমবঙ্গে দ্রুতই করোনার রাজত্ব প্রসারিত হচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে হু হু করে।

করোনায় আক্রান্ত হয়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ও পরিচালক রাজ চক্রবর্তী।

এবার করোনা হানা দিয়ে টালিউডের জনপ্রিয় চিত্রতারকা ও পশ্চিমবঙ্গের ঘাটালের তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের আস্তানায়।

দেবের সবসময়ের সঙ্গী ম্যানেজার উত্তমের করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম এইসময়।

মঙ্গলবার সকালে তার রিপোর্ট পজিটিভ আসে। যদিও করোনা উপসর্গের কোনো লক্ষণ দেখা যাচ্ছেনা উত্তমের শরীরে।

উত্তম শুধু ম্যানেজারই নন, দেবের পরিবারের সদস্যের মতোই। তার করোনা আক্রান্তের খবরে দুশ্চিন্তায় পড়েছেন দেব। দেবের বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা দেয়া হচ্ছে উত্তমকে।।

ম্যানেজারের করোনায় আক্রান্তের বিষয়টি টুইট করে দেব জানিয়েছেন, দেব ও তার পরিবারের বাকিদেরও পরীক্ষা করা হয়েছে। উত্তম ছাড়া বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। পরিবারের সবাই ঘরে নিয়ম মেনে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন । এ নিয়ে ভক্তদের অযথা দুশ্চিন্তা করতে বারণ করেছেন এই অভিনেতা।

আরও পড়ুন...

সিনেমায় নিশো, এপ্রিলে শুটিং!

Staff correspondent

এবার ফাঁস হলো শ্যামল মাওলা-মাহার অন্তরঙ্গ ভিডিও

Staff correspondent

রাজধানীতে তৃতীয় শাখা স্টার সিনেপ্লেক্স: উদ্বোধনী দিনে তারার মেলা

Staff correspondent
bn Bengali
X