29 C
Dhaka
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০, | সময় ৮:৫৪ অপরাহ্ণ

করোনা আতঙ্কে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট বন্ধ

করোনাভাইরাস আতঙ্গে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করা হয়েছে। আতঙ্কে সংসদ সদস্যদের একটি গ্রুপ স্বেচ্ছা কোয়ারেন্টিনে গেছেন। এ খবর জানিয়েছে আরব নিউজ।

ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির বৈঠক বুধবার কভার করেন এক ফটোসাংবাদিক। পরে পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ হয়। এ ঘটনায় বৃহস্পতিবার পার্লামেন্ট বন্ধ ঘোষণা করা হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সংক্রমণের ধাক্কা লেগেছে পার্লামেন্টেও। গত ফেব্রুয়ারির পর এনিয়ে দ্বিতীয়বার করোনার কারণে পার্লামেন্ট বন্ধ করা হল।

বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়, ওই বৈঠক শেষে ফটোসাংবাদিক জানতে পারেন এই সপ্তাহে এক আত্মীয়ের সঙ্গে দেখা করেছেন, যার করোনা পজিটিভ হয়েছেন। এর পরই তিনি পরীক্ষা করান এবং তার দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। খবরটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাশনাল অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করা হয় এবং তার সংস্পর্শে যাওয়া প্রত্যেককে টেস্ট করতে বলা হয়েছে।

আরও পড়ুন...

কাশ্মীর ও আসাম নিয়ে ভারতের আচরণে বিধিনিষেধ নিয়ে গভীর উদ্বিগ্ন জাতিসংঘ

Staff correspondent

সৌদির পর এবার আমিরাতেও খুলে দেয়া হচ্ছে মসজিদ

Staff correspondent

জম্মু-কাশ্মীর : ভারতের সিদ্ধান্তের বিরোধিতা চীনের

Staff correspondent
bn Bengali
X