29 C
Dhaka
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০, | সময় ১২:৪৫ পূর্বাহ্ণ

ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার সম্পন্ন

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ৫মিনিটের দিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্স হাসপাতালের উপ-পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউএনও ওয়াহিদার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে অবজারভেসনে রাখা হয়েছে। আগের চেয়ে অবস্থা কিছুটা উন্নতি বলা যায়, তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন।

এর আগে রাত ৯টার দিকে তাকে অস্ত্রোপচারের জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে তার সিটি স্ক্যান করা হয়েছে। প্রেশার চেক করে, অবস্থা স্বাভাবিক থাকায় তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

আরও পড়ুন...

গত ১৪ দিনের মধ্যে বিদেশ ফেরতদের ঘরেই থাকার পরামর্শ

Staff correspondent

আজ সারাদেশের সরকারি হাসপাতালে কর্মবিরতি মেডিক্যাল টেকনোলজিস্টদের

Staff correspondent

যেভাবে জানবেন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

Staff correspondent
bn Bengali
X