31 C
Dhaka
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০, | সময় ৩:১০ অপরাহ্ণ

ভারতে করোনায় ২৪ ঘন্টায় আবারও বিশ্ব রেকর্ড, ৮৪ হাজার সংক্রমণ

ভারতে আবারও বিধ্বংসী রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। দৈনিক সংক্রমণে আবারও বিশ্ব রেকর্ড গড়ল দেশটি।

অনেক দেশে যখন করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমতির দিকে,তখন দৈনিক সংক্রমণে টানা রেকর্ড করে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশ। আগের দিনের রেকর্ড ভেঙে সবশেষ ২৪ ঘণ্টায় ফের রেকর্ড আক্রান্ত দেখেছে ভারত।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার ভারতে ৮৪ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৮৩ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী আগের দিন ৮৩ হাজার ২৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। 

টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ১৬ জুলাই সর্বোচ্চ ৭৭ হাজার ২৫৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। প্রায় ৭৯ হাজার আক্রান্ত নিয়ে সেই রেকর্ডটি ২৯ আগস্ট টপকে যায় ভারত।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৩৩ হাজারের বেশি। মোট মৃত দাঁড়িয়েছে ৬৮ লাখ ৫৬৯ জন। সংক্রমণ এবং মৃত্যুর বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬৪ লাখ সাড়ে ৬৭ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৩ হাজারের বেশি মানুষের। আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে ব্রাজিল।

আরও পড়ুন...

খেলাধুলায় ৪ বছরের নিষিদ্ধ হল রাশিয়া

Staff correspondent

চোটের কারণে ভারতের বিরুদ্ধে না খেলে এই কাজ করছেন আন্দ্রে রাসেল

Staff correspondent

রোনালদোর সঙ্গে নতুন লড়াই মেসির জোড়া ইতিহাস

Staff correspondent
bn Bengali
X