31 C
Dhaka
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, | সময় ৩:২৭ অপরাহ্ণ

হবিগঞ্জে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশাহিদ মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ধুলিয়াখাল তেমুনিয়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত মোশাহিদ মিয়া সদর উপজেলার সৈয়দপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নৈশ প্রহরি হিসেবে কর্মরত ছিল।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকলযোগে রওনা দেন মোশাহিদ মিয়া। পথিমধ্যে ধুলিয়াখাল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ-সিলেট বিরতীহিনের একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশাহিদ মিয়া নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনরাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

আরও পড়ুন...

নড়াইলের রূপগঞ্জ এক রড ব্যাবসায়ী ধরিয়ে দিল আরেক রড ব্যাবসায়ীকে চোরাই রড ও টাটা সহ গ্রেফতার পালিয়ে গেছে অনেকে

Staff correspondent

টাকার অভাবে হাসপাতালেই পড়ে আছে অগ্নিদগ্ধ শিশু সাথি

Staff correspondent

বোরহানউদ্দিনে শীতেও ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে  ইলিশ

Staff correspondent
bn Bengali
X