34 C
Dhaka
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০, | সময় ৪:৫৩ অপরাহ্ণ

আইসিইউতে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, রফিকুল ইসলাম মিয়া বর্তমানে আইসিইউতে আছেন। নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শফিকুল আলমের অধীনে তার চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন পরিবার।

বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে অসুস্থ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এর আগে সিঙ্গাপুরে চিকিৎসা নেন। কিছুটা সুস্থ বোধ করায় করোনাকালীন বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকগুলোতে অংশও নেন তিনি। তবে অসুস্থতার কারণে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি।

আরও পড়ুন...

যুবদলের ১১৪ সদ‌স্যের আংশিক কমিটি ঘোষণা

Staff correspondent

১৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

Staff correspondent

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান

Staff correspondent
bn Bengali
X