মোঃ ইমরান ইসলাম,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন,নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা,উপজেলা কৃষি অফিসার ওয়াহেদুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার আরিফ হোসেন, উপজেলা সমাজ সেবক আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ূব হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক জনি আহম্মেদ প্রমুখ। চলতি ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ৩৫১ কেজি পোনামাছ অবমুক্ত করণ করা হয়।