28 C
Dhaka
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, | সময় ১২:৪৪ পূর্বাহ্ণ

নোবিপ্রবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট হলেন মজনুর রহমান

এস আহমেদ ফাহিম,নোবিপ্রবি প্রতিনিধি :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত)  হিসেবে নিয়োগ পেয়েছেন মো: মজনুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক।
আজ (১৬ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশক্রমে মোঃ মজনুর রহমানকে কিছু শর্ত সাপেক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) নিয়োগ দেয়া হয়েছে।
শর্তগুলো হলো:
১.নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব বিবেচিত হবে।২.আপনার এই নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।৩.বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আপনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।৪.পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।
উল্লেখ্য,মো: মজনুর রহমান নোবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন...

শার্শায় গর্ববর্তী নারীর পেটে লাথি

Ibrahim Khalil

ধারাভাষ্যকারের চাকরি হারালেন সঞ্জয় মাঞ্জরেকার

Staff correspondent

‘ফেরদৌস ভাই, মন খারাপ কইরেন না’

Staff correspondent
bn Bengali
X