29 C
Dhaka
রবিবার, ১৮ অক্টোবর ২০২০, | সময় ২:৫২ অপরাহ্ণ

আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ জন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১২৫ জন। আজ রোববার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

নতুন করে মৃতদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ছয়জন। এদের মধ্যে সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৩৪৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত ১ হাজার ১২৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন হয়েছে।

আরও পড়ুন...

নড়াইল সহ ১০ জেলার ৭৭ জনকে করবর্ষে সম্মাননা প্রদান

Staff correspondent

ভবিষ্যত বিপর্যয় ঠেকাতে বৈশ্বিক সমন্বয়ের আহবান প্রধানমন্ত্রীর

Staff correspondent

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে

Al Mamun Sun
bn Bengali
X