27 C
Dhaka
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০, | সময় ৪:১১ পূর্বাহ্ণ

বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও চন্দন কাঠসহ পাচারকারী আটক-২

মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের ব্রীজের পাশ থেকে ও পুটখালী থেকে সোমবার (৫ই অক্টোবর) সকালে পৃথক অভিযানে  ভারত থেকে পাচার করে আনা ২৪০ বোতল ফেন্সিডিল,৪ কেজি গাঁজা ও ১৭ কেজি চন্দন কাঠসহ দুই পাচারকারীকে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

আটককৃতরা হলো, বেনাপোল পৌরসভা এলাকার বড়আঁচড়া গ্রামের  আব্দুল মুজিদের ছেলে ফয়সাল হোসেন (১৯) ও পোর্ট থানাধীন  পুটখালী উত্তরপাড়ার রুহুল আমিনের ছেলে তরিকুল ইসলাম (২৬)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদে পোর্ট থানার ওসি মামুন খানের নেতৃত্বে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ২৪০ বোতল ফেন্সিডিলসহ ফয়সালকে আটক করা হয়। তবে এসময় তার সহযোগী দুই মাদক ব্যবসায়ী সুযোগ বুঝে পালিয়ে যায়।

অপরদিকে, সোমবার গভীর রাতে পোর্ট থানা পুলিশ পুটখালী গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি চন্দন কাঠসহ তরিকুল নামে এক চোরাচালানীকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক ও চোরাচালানী মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

তিনি আরো জানান, পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন...

নবীগঞ্জে প্রতিহিংসার আগুনে পুরো বিল্ডিং পুড়ে ছাই ,১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

Staff correspondent

শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা নাজিমের দাফন সম্পন্ন

Staff correspondent

করোনা ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জ সচেতনাতামূলক লিফলেট বিতরণ

Staff correspondent
bn Bengali
X