27 C
Dhaka
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, | সময় ৪:০১ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব চিটাগাং মহানগরের উদ্যােগে বৃক্ষরোপন,খাদ্য বিতরণ


মামুনুর রশিদ মাহিন – সীতাকুণ্ড(চট্রগ্রাম)প্রতিনিধি:

সোমবার (৫ই অক্টোবর ২০)লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অব চিটাগাং মহানগরের উদ্যােগে চট্রগ্রামনগরীর ঝাউতলা আমবাগানের নিবেদন ক্লাবে 
বৃক্ষরোপন,খাদ্য বিতরণ,ডায়াবেটিস স্ক্রিনিং, মাস্ক ও শিশু ক্যাসার সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের জেলা গর্ভনর ডাঃ সুকান্ত ভট্টাচার্য্য এমজেএফ। তিনিবক্তব্যে বলেন,মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার ১ম ভাইস জেলা গভর্নর লায়ন আল-সাদাত দোভাষ এমজেএফ ও ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন শেখ সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ ।

এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারী লায়ন অশেষ কুমার উকিল, ক্যাবিনেট ট্রেজারার লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু, মহানগর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ দিবাকর সেন গুপ্ত, সেক্রেটারী লায়ন নানু প্রিয় চৌধুরী, লায়ন পরেশ কুমার চৌধুরী,লিও ক্লাবস্ চেয়ারম্যান লায়ন ডাঃ মেসবাহ উদ্দীন তুহিন।
মহানগর লিও ক্লাব ফাউন্ডার লায়ন মাহি চৌধুরী, লিও ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিও জাহিদ হাসান আজাদ প্রিমন, জোন ডিরেক্টর ও সদ্য প্রাক্তন সভাপতি লিও মোহাম্মদ শাহজাহান,মহানগর লিও ক্লাব প্রেসিডেন্ট লিও কৌশিক বড়ুয়া, ভাইস প্রেসিডেন্টের মধ্যে লিও জমির উদ্দিন ও লিও মোঃ সোহেল, সেক্রেটারি লিও সাইফুল ইসলাম, মেম্বারশিপ চেয়ারম্যান লিও দীপ্ত  বড়ুয়া, লিও আহসান উল্লাহ,লিও শফিক, লিও চৈতী, লিও রিফাত ও অন্যান্য সদস্যবৃন্দ। 

আরও পড়ুন...

নড়াইলে মহিলা আ’লীগের নবগঠিত কমিটির নাম ঘোষণা

Staff correspondent

নাটকীয় চোরাচালান

Staff correspondent

রাণীশংকৈলে কমিউনিটি পুলিশিং- ডে পালিত

Staff correspondent
bn Bengali
X