29 C
Dhaka
শনিবার, ১৭ অক্টোবর ২০২০, | সময় ৫:৩৯ পূর্বাহ্ণ

ভোলা দক্ষিণ আইচা’য় ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টায় গ্রেফতার-১।

ভোলা সংবাদাতা ঃ

ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ৭ বছরের শিশু ধর্ষনের চেষ্টায় ৫৫ বছর বয়সী বৃদ্ধ আটক। সুত্র জানায় আজ(০৯অক্টোবর) শুক্রবার সকালে তাহের বেপারী দক্ষিণ আইচা গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে মহাজন বাড়ির সামনে রওশনের চৌচালা টিনের ঘরে তার মুখে গামছা বেঁধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন। 
এ সময় ধস্তাধস্তিতে মুখের গামছার বাঁধন খুলে গেলে শিশুটির চিৎকার ও কান্নার শব্দে পাশের বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলেই তাহেরকে আটক করে থানায় নিয়ে যায়। 
ধর্ষক তাহের বেপারী(৫৫) তিনি দক্ষিণ আইচা ৯ নং চর মানিকা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বাসিন্দা।
আজ সকালে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করেন ওই শিশুর মা শাহিনুর বেগম।
এ ব্যাপারে ভোলা দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান আসমীর বিরুদ্ধে ভিকটিমের মা বাদী  মামলা দায়ের করেন, যার নং ২ (০৯ অক্টোবর) ২০২০।  আসামীক জেল হাজতে প্ররন করা হয়েছে।

আরও পড়ুন...

সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে দেশ ব্যাপি কঠোর কর্মসূচির ঘোষণা; কুষ্টিয়ার মানববন্ধনে

Staff correspondent

নড়াইলের পল্লীতে মুসলিম সুইটস মালিকে ২০-হাজার টাকা জরিমানা করলো ম্যাজিষ্ট্রেট রাখি ব্যানার্জী

Staff correspondent

দুর্নীতির সাজা কি শুধুই বদলী ?

Staff correspondent
bn Bengali
X