28 C
Dhaka
রবিবার, ২৫ অক্টোবর ২০২০, | সময় ১২:৩৫ পূর্বাহ্ণ

ব্রাজিলে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৫৪৪ জন করোনায় মারা গেছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ব্রাজিলে ৫০ লাখ ৯১ হাজার ৮৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৬৫০ জন।

করোনায় মৃত্যু সংখ্যায় ব্রাজিল এখন বিশ্বে দ্বিতীয় স্থানে আছে। প্রথমে আছে যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে ভারত।


যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৯৪ হাজার ৫০৫ জন এবং মারা গেছেন ২ লাখ ১৯ হাজার ২৮২ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৭৬ জন এবং গত একদিনে মারা গেছেন ৬৩৫ জন।

অন্যদিকে ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৫১ হাজার ৫৪২ জন এবং মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৩৭১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে সবচেয়ে বেশি ৯৫২ জন মারা গেছেন ভারতে এবং গত একদিনে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৫৩৫ জন।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো প্রথম থেকে করোনাভাইরাসের মহামারীকে গুরুত্বের সঙ্গে মোকাবেলা না করায় দেশটিতে এ ভাইরাস দ্রুত বিস্তার লাভ করেছে বলে অভিযোগ রয়েছে।

দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ব্রাজিলে সানপাওলোতে।

আরও পড়ুন...

করোনাভাইরাস: ইতালিতে ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু

Staff correspondent

১৯৫৬ সালের পর এবার নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

Staff correspondent

ড্রাগনদের বাঁচানোর লড়াইয়ে ইন্দোনেশিয়ায় কমোডো নেমেছে গ্রামবাসীরা

Staff correspondent
bn Bengali
X