27 C
Dhaka
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০, | সময় ১০:৪২ পূর্বাহ্ণ

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহতএরা সবাই নড়াইলের

উজ্জ্বল রায়, নড়াইল  জেলা প্রতিনিধিঃ

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহতএরা সবাই নড়াইলের।যশোরের অভয়নগর উপজেলায় লেভেল ক্রসিংয়ে খুলনাগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ যাত্রী।
শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালক, পাঁচ বছরের শিশু এবং দুজন যাত্রী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহসীন রেজা জানান, ভৈরব নদের ওপার থেকে একটি প্রাইভেটকার ভৈরব ব্রিজ পার হয়ে যশোর-খুলনা মহাসড়কে উঠছিল। এ সময় ভাঙ্গাগেট এলাকার রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সামনে পড়লে মুহূর্তের মধ্যেই প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ২০০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে।
এ সময় প্রাইভেটকারে থাকা ৬ জনের মধ্যে প্রাইভেটকারের চালকসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হন এবং পাঁচ বছরের একটি শিশু অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। অপর একজন খুলনা হাসপাতালে নেয়ার পথে মারা যান।
দুর্ঘটনায় আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে থানা ও রেলওয়ে পুলিশ এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে হতাহতরা নড়াইল জেলা বা রূপগঞ্জ এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন...

নাটকীয় চোরাচালান

Staff correspondent

ভেঙে গেল ট্রেনের বগি, বহু হতাহতের আশঙ্কা

Staff correspondent

চাঁদপুর মতলব উত্তরে বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল সরকার আর বেঁচে নেই

Staff correspondent
bn Bengali
X