28 C
Dhaka
শনিবার, ২৪ অক্টোবর ২০২০, | সময় ১০:৫৮ অপরাহ্ণ

বুরকিনা ফাসোয় জিহাদিদের হামলা, নিহত ২০

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চালীয় সেনো প্রদেশের তিনটি গ্রামে বুধবার জিহাদিরা হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির একজন সরকারি মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানান।

রিমিস ফুলগানস ডান্ডজিনু নামের ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, সশস্ত্র সন্ত্রাসবাদী দলগুলি ডেমনিওল, বোম্বোফা এবং পিটগুয়ার্স (গোরগাদজির সম্প্রদাঅধ্যুশিত) বাজার ও গ্রামে বেসামরিক জনগোষ্ঠীর ওপর হামলা চালালে এতে প্রায় ২০ জন নিহত হয়।

সেই সঙ্গে কয়েকজন আহত হয়। এ ছাড়া এ ঘটনায় কয়েক জন নিখোঁজ রয়েছে।

তবে ওই এলাকার এক বাসিন্দা এএফপি’কে বলেন, জিহাদিদের হামলায় ২৪ জন নিহত হয়েছে।

আরও পড়ুন...

বাংলাদেশ সরকার পদে পদে আমার মানহানি করেছে : সুরেন্দ্র কুমার সিনহা

Staff correspondent

বাজারে আসছে ক্যান্সার প্রতিরোধকারী আলু ‘নীলকণ্ঠ’

Staff correspondent

কলকাতার কাশ্মীরী শাল বিক্রেতা: ‘ভবিষ্যৎ ভেবে কলিজা কেঁপে উঠছে আমার’

Staff correspondent
bn Bengali
X