23 C
Dhaka
বুধবার, ২ ডিসেম্বর ২০২০, | সময় ২:১৭ পূর্বাহ্ণ

বেনাপোলের পুটখালী ইউনিয়নের মেম্বার অস্ত্রসহ আটক-১

মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে আজ শুক্রবার (৩০শে অক্টোবর) দুপুরে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগজিনসহ হাবিবুর রহমান নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব।

আটক হাবিবুর রহমান পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে ও পুটখালী ইউনিয়ন পরিষদের একজন মেম্বার।

এম সরোয়ার হুসাইন (এক্স) বি এন লে. কোম্পানি কমান্ডার যশোর র‌্যাব-৬ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,  ভারত সীমান্ত পার করে চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য ও পুটখালী ইউপি মেম্বার হাবিবুর রহমান তার বাড়িতে বিপুল পরিমানের অস্ত্রের চালান মজুদ করছে।

এমন খবরে পুটখালী তার বাড়িতে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক গোপন ঘর থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো জানান,আটক হাবিবুর রহমানকে থানায় সোপর্দ করা হবে।

আরও পড়ুন...

হবিগঞ্জের ইনাতগঞ্জ ফাঁড়িকে থানায় রুপান্তরিত করণে ৪টি ইউনিয়নের সাথে মতবিনিময় সভা।

Staff correspondent

জনসমাগম কমাতে রাঙ্গাবালীতে ভ্রাম্যমাণ বাজার

Staff correspondent

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Staff correspondent
bn Bengali
X