23 C
Dhaka
রবিবার, ৬ ডিসেম্বর ২০২০, | সময় ৭:৩১ পূর্বাহ্ণ

মা হলেন ‘ম্যায় হু না’ খ্যাত অভিনেত্রী অমৃতা রাও

মা হলেন অভিনেত্রী অমৃতা রাও। রবিবার রাতে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। অমৃতা এবং তার সন্তান দু’জনেই ভালো আছেন বলে জানিয়েছেন অভিনেত্রীর ম্যানেজার। সন্তানের জন্মের পর অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন অমৃতা রাওয়ের স্বামী আর জে আনমোল।

২০১৬ সালে আর জে আনমোলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অমৃতা রাও। বিয়ের প্রায় ৪ বছর পর মা হলেন অমৃতা। যদিও অন্তঃসত্ত্বা হওয়ার পর ঢাকঢোল পিটিয়ে সেই খবর প্রকাশ্যে আনেননি অমৃতা।

গত মাসের শেষ দিকে স্বামী আনমোলের সঙ্গে মুম্বাইয়ের একটি ক্লিনিকের সামনে দেখা যায় অমৃতাকে। এরপরই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। অমৃতার মা হওয়ার খবর অনুরাগীরা শুভেচ্ছা জানান তাকে।

কোঙ্কনি পরিবারের মেয়ে অমৃতা ‘ইস্ক ভিস্ক’, ‘ম্যায় হু না’, ‘বিবাহ’র মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। শাহরুখ খান, শাহিদ কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।

আরও পড়ুন...

আইসিইউতে করোনায় আক্রান্ত অপূর্ব

Al Mamun Sun

ঐশ্বরিয়ার শুভ জন্মদিন আজ

Al Mamun Sun

ইতিহাসের এই দিনে “স্মরণে মহানায়ক উত্তম কুমার”

Staff correspondent
bn Bengali
X