21 C
Dhaka
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, | সময় ৯:০৯ পূর্বাহ্ণ

হতাশায় জাবি ছাত্রীর আত্মহত্যা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফাতেমা এলিন ফুজি আত্মহত্যা করেছেন।

সোমবার রাত ১২টার দিকে রাজশাহীর বোয়ালিয়া থানার জাদুঘর মোড় এলাকায় ওই ছাত্রী তার এক বান্ধবীর মেসে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। ফুজির গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায়।

ফুজির বান্ধবী জানান, ফুজির মা মারা গেলে তার বাবা আরেকটি বিয়ে করেছেন। সৎমা ও বাবার সঙ্গে পারিবারিক ঝামেলার কারণে খুবই হতাশায় ভুগছিল ফুজি।

ফুজির বান্ধবী আরও বলেন, পারিবারিক ঝামেলার পাশাপাশি একটি ছেলের সঙ্গে ফুজির সম্পর্ক ছিল। এখন এ সম্পর্কটিও ভেঙে গেছে। এই দুই বিষয়ে সে খুবই হতাশাগ্রস্ত ছিল। এ বিষয়গুলো নিয়ে সে গতকালও আমার সঙ্গে কথা বলেছিল। এসব কথা বলার সময় সে কান্নায় ভেঙে পড়ে।

বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব আলম মঙ্গলবার সন্ধ্যায় বলেন, সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর ক্যাম্পাসে পৌঁছলে সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন...

“সেই বিকেলর গল্প”

Staff correspondent

ছাত্রলীগ নেত্রীকে কোপালেন আরেক নেত্রী :ইডেন কলেজে

Staff correspondent

আইইউবিএটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

Staff correspondent
bn Bengali
X