24 C
Dhaka
শনিবার, ২৮ নভেম্বর ২০২০, | সময় ১১:১৯ অপরাহ্ণ

সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তিনি মারা যান।   

মোহাম্মদ আলীর বড় ছেলে মাহবুব মোরশেদ বলেন, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বাবা। গতকাল রাতে হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
তিনি বলেন, শুক্রবার বাদ আসর টেকনাফের দরগাহ সিএনবি মাঠে জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ আলী ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। একসময় তিনি কক্সবাজার সরকারি কলেজে অধ্যাপনা করেছেন।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী। এ ছাড়া কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুন...

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ঈদের আগে : পিএসসি

Staff correspondent

সিনহা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সেনাবাহিনী : সেনাপ্রধান

Al Mamun Sun

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ৩ লাখ ১৩ হাজার ৮৪৮টি পদ শূন্য রয়েছে।

Staff correspondent
bn Bengali
X