শরীর টা একটু খারাপ তাই আজ ফজর নামায আদায় করে শুইছি। প্রতিদিনের মত নামাযের পর আজ কুরআন তেলাওয়াত করা হলো না।ঘুমে চোখ বুজে আসছিলো এমন সময় মা ডাকতেছে…
মাহফুজ বাবা উঠো,
আমি শুনেও সারা দিলাম না।
মা আবার ডাকতেছে মাহফুজ! মাহফুজ উঠো বাবা!!!
এবার আমি একটু বিরক্ত হলাম। প্ল্যান ছিলো আজ ৮ টা পর্যন্ত ঘুমাবো, তা আর হলো না..!!।
এবার উত্তর দিলাম কেন মা কি হয়েছে এত ডাকাডাকি করতেছ কেন ? আজ আমি সকালে পড়তে বসবো না আমার ভালো লাগতেছে না ঘুমাবো কিছুক্ষণ আর ডাকিও না।
এবার মা বলা শুরু করলেন তোর বাবা ফজরের নামাজ পড়ে জমিতে গেছে তোক আজ একটু যাইতে বলছে।
পারবো না মা আমি জমিতে কাজ করতে যাইতে পারবো না আমার ওইসব ভালো লাগে না।
যা বাবা তুই তো জানিস তোর বাবার শারীরিক অবস্থা বেশি ভালো না। কেন উনার শরীর খারাপ উনি রেস্ট না নিয়ে জমিতে গেলো কেন ? জমির সবজিগুলো তে পোকা মাকড়ের আক্রমণ বেড়ে গেছে বাবা! আজ পরিচর্চা না করলে কাল হয়ত অনেক সবজির ক্ষতি হয়ে যাবে। তুই উঠ বাবা যা একটু!
আমি যাইতে পারবো না মা..আমার ও শরীর ভালো না আমাকে আর ডাকিও না। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। মা ও আর আমাকে ডাকলো না। হঠাৎ ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভাঙ্গলো ফোন টা রিসিভ করলাম। সজীবের ফোন
আসসালামুআলাইকুম! ওয়ালাইকুম আসসালাম! দোস্ত আজ ক্লাসে যাবি ? আমি আজ যাব না। বাবা সহ একটা কাজে যাবো… তুই গেলে আমাকে পড়া গুলা এসএমএস করিস দোস্ত
আচ্ছা ঠিক আছে দোস্ত। এই বলে সজীব ফোন টা কেটে দিলো।
মোবাইলের স্ক্রীন এ দেখলাম ৮ টা বেজে ৪৫ মিনিট দ্রুত উঠে খাবার ঘরে গিয়ে দেখি নাস্তা রেডি। নাস্তা করতে করতে চিন্তা করতে লাগলাম সকালে তো মা আমাকে কিছু বলেছিল । বাবা অসুস্থ শরীর নিয়ে জমিতে গেছে কাজ করতে, মা কে ডাকলাম পেলাম না মা জানি কোথায় গেছে। দ্রুত নাস্তা শেষ করে হাঁটা দিলাম জমির দিকে । সোজা গেলাম জমিতে। রোদ ও উঠছে খুব আজ যখন জমির কাছাকাছি গেলাম গিয়ে দেখি বাবা কেমন জানি অসুস্থ অসুস্থ!
•বাবা.??
•• মৃদু হেসে বাবা বলল আসছিস বাবা ?
• আমি বাবার মুখের দিকে তাকিয়ে কোন কথা বলতে পারলাম না!
•রোদে বাবার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, পুরো মুখ রোদে লাল হয়ে গেছে,, বাবার সমস্ত শরীর যেন কেমন হয়ে গেছে দেখে খুব খারাপ লাগলো,, নিজেকে খুব অপরাধী মনে হলো।। এত কষ্টের পরও বাবার মুখে হাসি।। কোন বকাঝকা করল না আমায় ।
••দেখ বাবা সবজির গাছগুলোতে কেমন পোকার আক্রমন বেড়ে গেছে আজ যদি উপযুক্ত ব্যবস্থা না নেই কাল হয়ত অর্ধেক বাগান ই ক্ষতিগ্রস্থ হবে।
•জ্বি বাবা
••আচ্ছা তোর না আরো আগে আসার কথা ছিলো.??
•হ্যা বাবা ওই ঘুম থেকে উঠতে একটু দেরি হইছে বাবা..কথার ফাঁকে ফাঁকে বাবাকে এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করছি বেশ ভালোই লাগতেছে।
••আচ্ছা একটা কথা বলত জমিতে কাজ করতে তোর কি লজ্জা লাগে তাইনা রে .?? আসলে আমরা গরীব মানুষ আমাদের জিবনটা এরকম করেই পার হবে হয়ত … জানিস তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখি আমি রে.. তোকে বড় মাদ্রাসায় দিছি কেন জানিস .? একদিন তুই অনেক বড় মানুষ হবি অনেকে বড় আলেম হবি, তোর অনেক নাম ডাক থাকবে, তখন আমি বেচে না থাকলেও তুই যেন আমার জন্য দোয়া করতে পারিস বাবা.. আর আমার জানাযার নামাজ টা তুই পরাবি বুঝলি মোনাজাতে যখন আমার জন্য চোখের পানি ছেড়ে কাদবি তোর দোয়ার ওসিলায় আল্লাহ্ হয়ত আমাকে নাজাত দেবে… কথা দে …আমার জানাজা পড়াবি??
• বাবার কথা শুনতে শুনতে কখন জানি চোখের কোণে পানি চলে আসছে বুঝতেই পারি নাই
•চোখের পানি মুছতে মুছতে বললাম এইসব মৃত্যুর কথা বল না তো বাবা..তুমি আরো অনেকদিন বাঁচবে ইনশাআল্লাহ।
••পাগল ছেলে কার মৃত্যু কখন আসে কেউ বলতে পারে ..!!??
•তারপরও বাবা তুমি ওইসব বল না তো আমার কান্না পায়।
••আচ্ছা বললাম না কিন্তু কি জানিস তো এটাই বাস্তবতা
• রোদের প্রখরতা আরো অনেক বেড়ে গেছে বাবার পরনের জামা,লুঙ্গি দিয়ে ঘাম টপ টপ করে পড়ছে ..
•বাবা চল আমরা একটু গাছের নিচে ছায়ায় বসে রেস্ট নিয়ে আসি
••এই কাজটা শেষ করে যা……
• বাবার কথা শেষ হবার আগেই বাবা কেমন জানি থ হয় এ জমিতে পরে গেলেন!!!
লিখেছেনঃ মাহফুজ রহমান
শিক্ষার্থী ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, বরিশাল