28 C
Dhaka
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, | সময় ৩:৫৫ অপরাহ্ণ

করোনামুক্ত হলেন মুমিনুল হক

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক করোনাভাইরাস মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তার দ্বিতীয় বার পরীক্ষার ফল নেগেটিভ আসে। করোনামুক্ত হওয়ায় শিগগিরই তিনি আবার মাঠে ফিরতে। বিষয়টি নিশ্চিত করেন মমিনুল নিজেই।

এর আগে গেল ১০ নভেম্বর তিনি করোনায় আক্রান্ত। তার স্ত্রীরও আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে তারা দুজন বাসাতেই আইসোলেশনে ছিলেন।

মুমিনুল হক বলেন, ‘বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা… যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত।

ফিটনেসের কাজ হয়েছে। ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। হাতে সময় আছে। সমস্যা হবে না কোনো।’

২৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নিলামে দল পান মুমিনুল হক। তাকে দলে ভেড়ায় গাজী গ্রুপ চট্টগ্রাম।

আরও পড়ুন...

গর্বের নাম সাকিব আল হাসান আমার কাছে :ঢালিউডের কিংখ্যাত শাকিব খান

Staff correspondent

সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ আকমল

Staff correspondent

নারী-শিশুর প্রতি জঘন্য অন্যায়ে চুপ থাকতে পারি না : সাকিব

Al Mamun Sun
bn Bengali
X