মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ
দমন পীড়নে বাঙালিরা
হারায় মুখের ভাষা,
সে সময় মুজিব দেখান
স্বাধীনতার আশা।
বাংলার দামাল ছেলেরা
যুদ্ধে ঝাপিয়ে পড়ে,
প্রাণের মায়া তুচ্ছ করে
দেশের জন্যে যে লড়ে।
শহর গ্রাম সবখানেতে
আন্দোলনের ঢল,
বাধ্য হয়ে পরাজিত হয়
পাকবাহিনীর দল।
এভাবেই আমরা পেলাম
স্বাধীন এই দেশ,
বজায় থাকুক সাম্যবাদ
সম্প্রীতিময় রেশ।