16 C
Dhaka
বুধবার, ২৭ জানুয়ারি ২০২১, | সময় ৬:৪০ পূর্বাহ্ণ

আ’ লীগের পরিবেশ উপকমিটিতে মাশরাফি

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সহ সম্পাদক করা হয়েছে। 

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে মাশরাফির জনপ্রিয়তা কাজে লাগানোর উদ্দেশে তাকে এই পদে আনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার ১০০ সদস্যের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উপকমিটিতে মাশরাফিকে রাখা প্রসঙ্গে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, মাশরাফি আমাদের গর্ব, তরুণ সমাজের আইকন।  পরিবেশ রক্ষায় এ ধরনের সেলিব্রেটিদের উপ কমিটিতে রাখায়, তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকছেন অধ্যাপক খন্দকার বজলুল হক।  সদস্য সচিব থাকছেন দেলোয়ার।

এই উপ কমিটিতে মাশরাফি ছাড়াও আরও ৬ জন সংসদ সদস্যকে রাখা হয়েছে।

তারা হলেন পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, দীপংকর তালুকদার, জাফর আলম, আমিরুল আলম মিলন, নাহিদ ইজাহার খান ও মমতাজ বেগম।

উপ কমিটিতে বিশেষজ্ঞ হিসেবেও ১৭ জনকে রাখা হয়েছে।

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে নড়াইল থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন মাশরাফি।  গত বছর তিনি ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন।

আরও পড়ুন...

চীন থেকে মেডিকেল বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছে।

Staff correspondent

করোনাভাইরাসে দেশে প্রাণহানি ৭ হাজার ছাড়াল

Al Mamun Sun

মুক্তিযোদ্ধাদের নামের আগে লিখতে হবে ‘বীর’, গেজেট প্রকাশ

Al Mamun Sun
bn Bengali
X