23 C
Dhaka
সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, | সময় ১২:৪০ অপরাহ্ণ

মোজাহিদুল ইসলামের কবিতা

অজানা তুমি              

প্রভাতের সন্ধিক্ষণে আলোয় উদ্ভাসিত তুমি
তৃপ্ত সুধা পেয়েছি সেদিন অজান্তে আমি।

এসেছিলে যদিও ক্ষনিকের জন্য
গুপ্তচর ভালোবাসা মোরে করেছে ধন্য।

তৃপ্ত ললাটে ছিলো মসৃণতা
আঁখিতে চাহুনি ছিলো উদারতা। 

হালকা গড়নে,উজ্জ্বল বরনে
অবলোকন করেছি মনের কোণে।

লাল-গোলাপি ঠোঁটের হাসি
অপরূপ অনুভূতি কথার বাঁশি। 

মনের মাধুরি দিয়ে সাজানো গালে
বুঝেও বুঝিনি যা চেয়েছিলে।

মেয়েলি পারফিউমের আবেদনময়ী ঘ্রাণ
হৃদয়ের সর্বাগ্রে থাকবে অম্লান। 

তুলতুলে হাতের অজানা স্পর্শ
উচ্ছ্বাসে আবেগ করেছো ভস্ম।

শরীরের ওড়না আর মাথার কালো কেশ
বাতাসের দুষ্টমিতে লাগছিলো বেশ।

আহ! কি চমৎকার থুঁতনির টোল
আদরে ডাকছিল মায়ার আঁচল।

নব-যৌবনের আজানা ডাকে
দুঃস্বপ্নে বিভোর হয়ে চেয়েছি তোমাকে। 

তোমার ভালোবাসার সেই নিমন্ত্রণ
বিদায় বিষাদে করেছি অবলোকন। 

তুমিও কি শুনেছো-ভালোবাসার সুর
হাহাকার করেছে যন্ত্রণা মধুর।

আরও পড়ুন...

১ম বর্ষপূর্তি উপলক্ষে শুভ কামনা

Staff correspondent

শ্রমিক দিবস 

Staff correspondent

আলো হতে চাই

Staff correspondent
bn Bengali
X