15 C
Dhaka
রবিবার, ২৪ জানুয়ারি ২০২১, | সময় ৯:৩৭ পূর্বাহ্ণ

ভারতে ৮ রাজ্যে বার্ড ফ্লুর হানা, শঙ্কা বাড়ছে

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই ভারতে হানা দিয়েছে বার্ড ফ্লু। ইতিমধ্যে দেশটির সাতটি রাজ্যে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে। সর্বশেষ হানা দিয়েছে মহারাষ্ট্রে।

জেলা কালেক্টর দীপক মধুকর মুগ্লিকর এনডিটিভিকে বলেন, পারভানী হচ্ছে কেন্দ্রস্থল। প্রায় ৮০০ মুরগি গত দুই দিনে মারা গেছে। তাদের স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এবং এটি এখন নিশ্চিত যে এর কারণ হচ্ছে বার্ড ফ্লু।

তিনি আরও বলেছেন, মুরুম্বা গ্রামেও নিশ্চিত হওয়া গেছে। সেখানে প্রায় আটটি পোল্ট্রি ফার্ম আছে এবং আট হাজার মুরগি আছে। আমরা সেগুলোকে মেরে ফেলতে বলেছি।

দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশ, কেরালা, রাজস্থান, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাট এবং অন্যান্য রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন...

আমার চোখে তুমিই আসল খেলোয়াড়, রোনালদোকে বান্ধবী

Staff correspondent

হেলিকপ্টারে চড়ে শ্বশুড় বাড়ি গেলেন কৃষক বাবার মেয়ে

Staff correspondent

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লক্ষ ছাড়াল, মৃত্যু ৪ লাখ

Staff correspondent
bn Bengali
X