16 C
Dhaka
বুধবার, ২৭ জানুয়ারি ২০২১, | সময় ৬:০৩ পূর্বাহ্ণ

করোনায় আরও ২২ মৃত্যু , শনাক্ত ৮৪৯ জন

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫জন পুরুষ ও সাতজন নারী। নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৪৯ জন। গত একদিনে ১৪ হাজার ৯৭টি নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৪৯ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৩ হাজার ৩০২ জন। আরও ২২ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮০৩ জন হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন হয়েছে। নতুন করে ১২৬ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এ নিয়ে ১১ হাজার ২৪৭ জন আইসোলেশনে রয়েছেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সে হিসাবে কোভিড-১৯ শনাক্তের ৩১০তম দিন পার করছে বাংলাদেশ।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন...

আলীকদ‌মের মাতামুহুরী সংরক্ষিত বন থে‌কে বিরল প্রজাতির এক‌টি বন‌্য ছাগল উদ্ধার।

Staff correspondent

বাংলাদেশ করোনা আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেল

Staff correspondent

শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ইদ শুভেচ্ছা

Staff correspondent
bn Bengali
X