শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঁশরইল পল্লী উন্নয়ন সমবায় সমিতি এর উদ্যোগে মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধায় কাঁশরইল ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মহান্ত এষ্টেটের এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম বাঙালী মহান্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী।বিশেষ অতিথি ইউনূস আলী,বিশিষ্টি সমাজসেবক।
প্রাক্তন ছাত্রনেতা তরিকুল ইসলাম টারজেন,মুনিরুল ইসলাম দোয়েল,সাংবাদিক,মাইটিভি চ্যানেল প্রমুখ।
মহান্ত মহারাজ প্রধান অতিথির বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন,খেলাধুলার মাধ্যমে মাদক কে না বলতে হবে,খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম মাদকমুক্ত হতে পারবে।
মাদকদ্রব্য সেবন,বিক্রয় সহ সকল অপকাজ থেকে যুবসম্প্রদায়কে দূরে থাকবার আহ্বান জানান ও কঠোরহাতে তা রুখবার জন্য আহবান জানান সকলের প্রতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা আরো গতিশীল করবার জন্য সকলকে নিরলস পরিশ্রম করে যাবার আহ্বান জানান।